Tuesday, September 7, 2021

অপচ্ছায়ার - বদরুদ্দোজা শেখু

অপচ্ছায়ার

- বদরুদ্দোজা শেখু 


জানালার ফাঁকে চাঁদ যাচ্ছে দেখা
আঁধিয়ার ঘরে আমি জাগছি একা ,
চারিধার সুনসান নিঃঝুম অতি
থমকে' আছে এক ঘোর যুবতী 
দূরস্থ দ্রাঘিমায় আলোছায়ার
স্বপ্নালু আলিসায় কালো পাহাড় 
ক্যানভাস হ'য়ে যেন মৌনব্রতী
যেন উদ্ভ্রান্ত সে রুদ্ধ-রতি ;
আচমকা সানুদেশে বিস্ফোরিত
বিরক্ত বিবমিষা পরিবৃত
গুহার বিকার থেকে বালিয়াড়ির
অপূর্ণ আশ্লেষে সায়া-শাড়ির
সম্ভ্রম অপসৃত কুপিত কালি
চোরাবালি মৈথুনে ডাকছে খালি ।

মাতিসের নারী নয় , মোনালিসার
মতো কেউ নয় সে তো , অমানিশার
বিদিশায় পিয়াসার মোহন মায়া
ডাকছে কামদেবীর অপচ্ছায়া ,
আমি কি ডাকবো তাকে প্রেমের দেবী ?
তাকেই ডাকতে মন মাদক -সেবী ।
জানালার ফাঁক দিয়ে অনতিদূর
আবছায়া ক্যানভাস যাচ্ছে দেখা ,
কাম ওই জোছনায় সদ্য সেঁকা
রুটির মতন মিঠে গন্ধভরা
রাত-চরা রমণীর অন্ধ-করা
অপচ্ছায়ার চির-অচিনপুর ।।

No comments:

Post a Comment