Tuesday, September 7, 2021

এমনটা হয়েই থাকে - রাকা মুখোপাধ্যায়

এমনটা হয়েই থাকে
- রাকা মুখোপাধ্যায়

এমনটা হয়
এমনটা হয়েই থাকে...

উষ্ণ দুপুর আর গরলের চুমুকে
শরীরের খাঁজ-ভাঁজ 
বেহায়া হাতছানিতে ডাকে...

এমনটা হয়ে থাকে
এমনটা হতেই পারে....

 মাটির সোঁদা গন্ধ 
 বৃষ্টি ডেকে আনলে 
 সুখা নদীতেও জোয়ার আসে

এমনটা হতেই পারে
হতেই তো পারে...

কী এমন দামী!!
একটু মাটি একটু ঘাস
ঘাসের উপর শিশির নির্যাস...

কী এমন দামী !!
এক পশলা বৃষ্টি দুপুর
কিংবা আঁধার নূরপুর..

কী এল গেল!!
চাঁদ হাসল, না উদাস হল
দূর আকাশে যদি তারা খসলো

কিসে কী এসে যায়!!
এমনটা হয়েই থাকে 
এমনটা তো হতেই পারে...

এমনটা হামেশাই হয়ে থাকে...

6 comments:

 1. অসাধারণ , সুন্দর অভিব্যক্তি ... Keep it up ❤️💝....

  ReplyDelete
 2. অসাধারণ ❤
  সত্যিই তো *কি বা আসে যায়*

  ReplyDelete
 3. অশেষ ধন্যবাদ...

  ReplyDelete
 4. ভাল লাগা...একরাশ

  ReplyDelete