Tuesday, September 7, 2021

কল্পনাবিলাসী - মনোনীতা প্রধান

কল্পনাবিলাসী
- মনোনীতা প্রধান
                 
      মাঝে মাঝে বৃষ্টি পড়লে একটু ভালোই লাগে। কারণ প্রকৃতির একঘেয়েমিয়তার সাথে মানুষের পথ চলা বড় কঠিন। তাই মাঝে মাঝে আবহাওয়া পরিবর্তন হলে মানুষের মন ও পরিবর্তন হয়। লোকে বলে মানুষ সহনশীল - " যা সওয়াবে তাই সয়"। ( ব্যথা যারা সয়ে গেছে রাতি দিন ) । কিন্তু এই সহ্যের মাঝে মাঝেও যে মানুষের কিছু কিছু অভিব্যক্তি পরিলক্ষিত হয় তা নান্দনিক। 

      আমার খুব মনে পড়ে প্রায় বছর খানেক আগে অমন বৃষ্টির রাতে আমি ঘুমোচ্ছি। হঠাৎ একটা আচমকা বিদ্যুতের শব্দে আমার ঘুম ভেঙ্গে গেল, একটা দুর্বিষহ স্বপ্ন দেখেছিলাম বটে । ওই বর্ষার মধ্যে মাথা থেকে পা অবধি ঘর্মক্ষরনে আমার নিত্যযৌবনে বলিরেখা স্পষ্টমান। মনে হচ্ছিল যেন কোন বিপ্রকর্ষ প্রেম আমায় নাক্ষত্রিক জগতে নিয়ে যেতে চায়। কিন্তু সে তো স্বপ্ন, বাস্তব নয়। হয়তো কল্পনার জগতে বাঁচা অনেক সহজ কিন্তু বাস্তব জীবনে বাঁচাটা হয়তো বড়ই কঠিন। তাও কল্পনায় বাঁচতে ভালো লাগে। 

No comments:

Post a Comment