Tuesday, September 7, 2021

প্রেমের কবিতার রেসিপি - অমিত চক্রবর্তী

প্রেমের কবিতার রেসিপি
- অমিত চক্রবর্তী

প্রেমের কবিতা লিখতে প্রেমের কথা
বলা যায় না, বলা যায় না কাকে কতটা
ভালবাসতে, কবিতা জোলো হয়ে যায় তাতে।
তার চেয়ে বরং বের কর সেই পাহাড়ি ট্রেন,
ইঞ্জিন যার দু’দিকেই। এই ভাবেই ইন আর ইয়ানের
আবর্তন, এই ভাবেই সামনে বা পেছনে
টানে ভালবাসা, কোন কোন দিন দু’দিকেই।
এর পর সামান্য কাজ বাকি, কেড়ে নাও ইঞ্জিনের
চাবি, ঢুকে পড় তার মনের ভুলভুলাইয়ায়। যদি দ্যাখো,
তোমার নামে স্টেশন রয়েছে একটা, ভাঙা হোক, জীর্ণ
হোক সে ঘরের ছাউনি, জেনে রেখো তুমি জিতে গেলে
ওয়ার্টালু, যার সঙ্গেই সে জীবন কাটাক না কেন। দেখবে আজ
মাথার ওপর সূর্য উঁকি মারছে
ঈর্ষায়, ছেয়ে গেছে উদ্যান চকমকি শ্বেত আলোয়।

No comments:

Post a Comment