Tuesday, September 7, 2021

লকডাউন চিএ - সুপ্রিয়া গিরি

লকডাউন চিএ
- সুপ্রিয়া গিরি

বিশ্ববাসী বন্দী এখন চার দেওয়ালের ঘরে, 
কর্মহীন জনজীবন হাহাকারে মরে। 
বিলাসিতার ব্যস্ত কেউ খাচ্ছে দামি খাবার, 
কারুর ঘরে অন্ন টুকু জুটছে না যে আর। 
লুডু খেলে, টিভি দেখে কেউ সময় করছে পাস, 
আধপেটা খেয়ে কারুর আবার কাটছে মাস। 
ধনীর সময় কাটছে এখন এ. সি ঘরে বসে, 
গরীব গুলো না খেতে পেয়ে মরছে হেসে হেসে। 
মাস পুরলে বেতন আসে ধনীর মুখে হাসি, 
দীনমজুর মানুষ গুলো নিচ্ছে গলায় ফাঁসি। 
কেউ খাচ্ছে দামি ফল করোনা ঠেকাতে, 
বাসি ভাতে নুন লঙ্কা পড়ছে কারো পাতে। 
Online job করছে বাড়িতে বসে রোজ, 
দীনমজুরের হাঁড়ির খবর কেউ নিচ্ছে খোঁজ?
কেউ নিচ্ছে ছুটির আমেজ মজা করে বেশ, 
কারুর জমানো পুঁজি টুকু হচ্ছে দিনে শেষ। 
লকডাউনে বাড়িতে বসে কারুর কাটছে ভালো, 
দীন দরিদ্র মানুষ গুলো কর্মহীন হলো। 
লকডাউনে সবার জীবনে একই গল্প নয়, 
সুখে দুখে, হাসি মুখে যেন সবার ভালো হয়। 

No comments:

Post a Comment