Tuesday, September 7, 2021

অন্ধপাখি - সৌরভ ভক্ত

অন্ধপাখি
- সৌরভ ভক্ত

শহরের আঁকাবাঁকা এলোমেলো শ্যাওলা পড়া নানা গলি,
এক অন্ধপাখি রোজ খটখটে তপ্ত দুপুরে, 
উড়ে উড়ে উঁকি মারে, আর শীষ দেয়।
সে জড়াজীর্ণ লাখো লাখো হাড় দেখতে পায় না,
পায় না দেখতে লুন্ঠন আর রাহাজানি। 
মানবতার গন্ধ বুঝি উড়ে গেছে?
বড়ই অদ্ভুত এ শহর আর শহরের মানুষগুলো, 
মিলেমিশে একাকার,
মানুষ আর কাক,  ডাস্টবিনের খাবারের খোজে, 
পাখি তবুও আওয়াজ তোলে না,
শুধু শীষ দেয়।
খিলখিলে, কর্কর শীষ।
উঁচু-নিচুর এ দেওয়াল কত দুর্ভেদ্য?
কোন অস্র তা বিধতে সক্ষম?
পাখি সুধু হাসে আর বলে,
যুগযুগের এ প্রাচীরে ফাটল আজও ধরেনি,
ভবিষ্যৎ, তুমি রয়ে যাবে অন্ধকারে। 

No comments:

Post a Comment