Tuesday, September 21, 2021

বিপথের নদী - শান্তি দাস

বিপথের নদী
- শান্তি দাস


আমার দেখা সেই নদী,
যাতে একদিন ছিল অনেক গতি৷
সেতো আজ আর নেই...
মিলিয়েছে সময়ের সাথেই ৷
জানো এ কোন নদী ?
যার তীরে থাকত অগাধ প্রজাপতি!
যারা উড়ে বেড়াত বিচলিত মনে!
হৃদয়ের লুকোনো গহণ বনে৷
যা সময়ের সাথে বিলুপ্ত হয়েছে,
নদীটাও এখন শুকিয়ে রয়েছে৷
ওই নদী ছাড়াও এ জীবন প্রবাহমান,
কারণ জীবনের আরেক নাম আবহমান ৷
তাই বলি দৌড়াও না,ওই সব নদীর পেছনে!
যারা আবেগ ভরা ভারাক্রান্ত দিতে জানে৷
নিজের পথ খুঁজে চল অবিরাম,
তুমি থাকলেই তোমার হৃদয়ের আরাম৷

No comments:

Post a Comment