Tuesday, September 21, 2021

আকাশকে দেখো - ইলা সূত্রধর

আকাশকে দেখো
- ইলা সূত্রধর

অন্তরালে বন্ধ্যা ছিল আমার এ জমি
ফসলও ফলেনি কোন শুখা প্রান্তরে
দূর্গম অঞ্চলে গড়েনি বসতি
তবুও উৎসাহে আগন্তুক এলে

অনুর্বর মাটির ভিতর প্রাণশক্তি ঢালো
উর্বর হয়েছে তাই মননের ক্ষেত
সেখানে বর্ণ ছড়াও বীজতলা ফেলো
অক্ষরের চারাগাছ রোপণের পরে 
নিরলস শব্দগুলো ফসল ফলায়

এমন প্রহর ছিল অতীতের বুকে
দিন মাস সময়ের হিসেব রাখোনি
ফলনের কথামালায় গোলা ভরে যায়
স্বপ্নের খামার বাড়ি উৎসব ছিল 

অনেক কথার বুলি হারিয়ে গিয়েছে 
সংস্কার নেই আজ নদী মজে গেছে
একরাশ অভিমানে বুক বেঁধে রাখে 
ভায়োলিনের মুর্ছনায় যন্ত্রণা বাড়ে
গভীর আকুতি নিয়ে কবিতারা কাঁদে

সম্পর্ক কাকে বলে বোঝেনা কেউ 
বেমালুম ভুলে গেলে ওগো মুসাফির 
ভোরের শিশির ভেজা ঘাসের উপর 
নতজানু হয়ে আছে আকাশকে দেখো

No comments:

Post a Comment