Tuesday, September 21, 2021

আত্মচেতনা - আব্বাস উদ্দিন

আত্মচেতনা
- আব্বাস উদ্দিন

তোমার অহমিকার নিঃশব্দ চাহনিতে
ঘুম ভাঙ্গে তৃষ্ণার্ত পৃথিবীর
একলব্যদের নির্ভুল নিশানায়
অর্জুনের গায়ের গন্ধ নেই তার ধনুকে 
তীরের ফলায় বিষাক্ত রক্ত লেগে আছে, চক্রান্তের।
তার হৃদয়ের জৌলুস কোন কিছুকেই তোয়াক্কা করেনা তোষণ করে না
হৃদয়ের অনুভূতিটাই তার কাছে আদালতের আদেশ
এই তার গুরুদক্ষিণা; কিছুটা আক্ষেপ 
হোক তবে তাই হোক 
পৃথিবী জানুক গুরুর মানে, শিষ্যকেও জানুক পৃথিবী।

পৃথিবী নিজেই বিভ্রান্ত কিছুটা
তার মতো করে বোঝাতে চায় হয়তো 
তার কোন দোষ নেই কিংবা ছিল কিছুটা
তবু তুমি তো হৃদয় জুড়ে থাকা আমার সেই শ্রদ্ধাভাজন প্রবীণ আটচালা ঘর
তুমি আমাকে কিভাবে নষ্ট কর এমন!
যুগে যুগে বিপ্লবী চেতনায় জেগে থাকো একলব্যদের নির্ভুল চেতনা।

No comments:

Post a Comment