Tuesday, September 21, 2021

আলো-ছায়া - প্রবোধ কুমার মৃধা

আলো-ছায়া
- প্রবোধ কুমার মৃধা

বহুদিন পরে ,মনের গবাক্ষ যত
খুলে গেল ধীরে, খেলে মৃদু সমীরণ;
দশদিক উদ্ভাসিত উজ্জ্বল আভায় ।
আসঙ্গ-পিয়াসি-মন খুঁজে ফেরে তারে,
কাছে দূরে কে আছে সুজন। যার লাগি
অভিসারে দিবানিশি উতলা অন্তর ।

বহু ঘাটে ভিড়িল তরনি, বহু দ্বারে
ঘা দিল হৃদয় ;কোনখানে পুরিল না
আশ,শুধু দীর্ঘশ্বাস, বিফল বাসনা,
ভরি গেল হৃদয়ের শূন্য পাত্র খানি।
'নাই নাই,হেথা নাই', ধ্বণিছে পবনে ;
বিচ্ছেদের মৌণ সুরে বিষন্ন অম্বর।
আবার ঢাকিল মেঘ,মিলাল আলোক,
নিভিল আশার দীপ, মরম গভীরে
ঠাঁই নিল অতলান্ত বিরহ বেদনা ।

No comments:

Post a Comment