Tuesday, September 21, 2021

নির্মাণ - মহাজিস মণ্ডল

নির্মাণ
- মহাজিস মণ্ডল

আজ বিস্ময়ে-বিস্ময়,
চারপাশে খেলা করে নিস্তব্ধতা,
এ নিঃসাড় মাটির অন্ধকারে
হৃদয়ের নিঃসীম শূন্যতায়
বাজে বিপন্নতার শব্দ।
মরা জ্যোৎস্নায়
ডানা ঝাপটায় ধূসরতা,
গাঢ় হয়ে শুয়ে আছে নিশ্চুপ ঘুমেরা
শরীরের শিরায় শিরায় 
বিষাদ এবং অবসাদ ঘনীভূত হয়
তবুও অনন্ত নির্মাণের জন্ম দেখি বুকে
সমস্ত দুঃসময়ের কালিমা মুছে দিতে...

No comments:

Post a Comment