Tuesday, September 21, 2021

সময়ের শব্দাবলী - জগদ্বন্ধু হালদার

সময়ের শব্দাবলী
- জগদ্বন্ধু হালদার 

মানুষের পৃথিবী এখন অস্থির অগ্নিবলয়ে ঘেরা
এক ভয়ানক দুঃসময়ের বেড়াজালে আটকে আছে
জীবন থেকে জীবনের ছুটি হয়ে প্রতিদিন ঝরে যায়
কিছু রোদের প্লাবন,আগামীর জ্যোৎস্নামাখা চাঁদের কিরণ ;
ম্লানমুখো নতজানু আজ তারুণ্যের স্বপ্নবৈভব
থমকে গেছে মনের ভেতর পুষে রাখা সন্ধ্যার দীপাবলী, পাখিডাকা ভোরের কলতান। 

মানুষের পৃথিবী আজ বড় অচেনা
ভয়ঙ্কর ভাইরাস প্রেতনৃত্যে কেড়ে নেয় মানুষের জীবনবাতাস
অনিশ্চিতের হাতছানিতে সময়ের শব্দাবলী আজ নিরব নিথর!

No comments:

Post a Comment