Tuesday, September 21, 2021

আগমনীর সুর ছন্দে - সুভাষ নারায়ণ বসু

আগমনীর সুর ছন্দে

- সুভাষ নারায়ণ বসুকাশফুলের সমারোহে আর
শিউলি ফুলের গন্ধে
আকাশ বাতাস মুখরিত হয়
আগমনীর সুর ছন্দে ।
মা আসছে ঐ দেখ চেয়ে
থাকিস না আর বন্ধ ঘরে
দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে
সাজা বরণ ডালা তার তরে ।
বল মাকে চরণ ধরে
আর রেখোনা এমনি করে
আনন্দময়ী মা তোমার বরে
সুখ আসুক সবার জীবন ভরে ।
ভুলে যাই লেখাপড়ার গল্পগাথা
কাজকর্মে কতোই বাধা
প্রেম বিরহে ব্যকুল কতো রাধা
শুধু ঘরে বসে গায় সারেগামাপাধা ।
মিলনের মহাযজ্ঞে দেখ চেয়ে
বাজে বিষাদের সুর
তোমার আগমনে হোক অবসান
এই ভয় ভীতি দূর ।
প্রকৃতির অপরূপ শোভার সাথে
দেখতে সবাই ভালোবাসি
নতুন জামা কাপড়ে ছুটোছুটি করা
ছোট ছেলেমেয়েদের মুখের হাসি ।

No comments:

Post a Comment