Tuesday, September 21, 2021

শিকড় - অমল ভৌমিক

শিকড়
- অমল ভৌমিক

শান্ত বাতাস মেশানো ভোরের আলো 
আর পাখির ডাকে ভাঙে ঘুম, 
সকালের রোদ ওদের পাঠিয়ে দেয় মাঠে। 
বৃষ্টি ভিজিয়ে দেয় আদুল গা,
তার চেয়েও বেশী ভেজায় প্রখর রোদ। 
আটপৌরে জীবনটা এগিয়ে যায় শেষের দিকে, 
শহুরে ব্যস্ততায় নয়--
প্রকৃতির ছন্দ তাল লয়ে।
ওরা  শিকড়ের টান ভালোবাসে ,
যতই আসুক খরা কিংবা বন্যা 
ওরা শিকড়ের টান আলগা হতে দেয় না। 
ছোট ছোট গাছগুলো হাওয়াতে মাথা দোলায় 
কিশলয় বড় হয় গাছের শান্ত নিবিঢ় শান্ত ছায়ায়।

No comments:

Post a Comment