Saturday, August 21, 2021

ব্যথা নিরোধক - গোবিন্দ মোদক

ব্যথা নিরোধক

- গোবিন্দ মোদক


শুনেছি ---
আমার জন্মের অব্যবহিত আগেই
আমার মাকে নিতে হয়েছিল
অবশকারী ব্যথা নিরোধক ইঞ্জেকশন, 
শুধু আমাকে নিরাপদে জন্ম দেবে বলে। 

তাই ভাবছি ---
তোমার প্রেমে পড়বার আগে
আমিও আমার শিরদাঁড়ায় গ্রহণ করবো 
অবশকারী ব্যথা নিরোধক ইঞ্জেকশন,
শুধু আমার হৃদয়কে নিরাপদে রাখবো বলে।

এখন প্রশ্ন হলো ---
প্রেমের দেবতা কখন নিক্ষেপ করবেন 
তার হৃদয়ভেদী বাণ !

1 comment: