Monday, June 28, 2021

বর্ষাহৃদয় - সুদীপ ঘোষাল [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

বর্ষাহৃদয়
- সুদীপ ঘোষাল

ছোটবেলায় বর্ষাকালে বৃষ্টিভিজতে বেরিয়ে পড়তাম মায়ের চোখের আড়ালে। ঝরঝর ধারায় বৃষ্টি ভিজিয়ে দিত কিশোরমন। এক অনাবিল আনন্দে ছাদের নল থেকে জলধারায় পেতে দিতুম মাথা।শিলাবৃষ্টি হলে স্কুলপোশাকের ফাঁকগলে ঢুকে পড়ত শীতল আদর।সহজে সোহাগি বৃষ্টিদুপুরে ভিজে যেত মানসপট।ছোটবেলার বৃষ্টিফোঁটা খুঁজে বেড়াই বাবার ছবির সামনে দাঁড়িয়ে। তার দেখামেলা ভার, এই করোনাক্রান্ত নড়বড়ে গোল বলয়ে।

No comments:

Post a Comment