Monday, June 28, 2021

ছোট বেলার বর্ষা - অভয়পদ রাণা [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

ছোট বেলার বর্ষা
- অভয়পদ রাণা

ঝরে বৃষ্টি লাগে মিস্টি 
দেখো সৃষ্টি অনাসৃষ্টি 
হল এ ভুবন,  
ঝরে সারাদিন ঐ বৃষ্টি 
হল ঝাপসা এই দৃষ্টি 
দেখে নয়ন দেখো আনমনা 
হল এই মন ।
তাই ভিজতে শুধু চাইছে 
এই তন মন ।

বাজলো ঐ ঘন্টা
 আনমনা হল মনটা । 
স্কুলে থাকতে আর চাই না 
শান্তি মনে পাই না 
অস্থির হল এ জীবন । 
তাই ভিজতে শুধু চাইছে 
এই তন মন ।

আয় সবে তোরা এখনি 
রেখে বই খাতা আর লেখনি 
দেরি করা আর ঠিক নয় 
থেমে যেতে পারে এখনি 
মন বলে তাই আয় ছুটে আয় 
ভিজতে আয় এই বর্ষায় 
মেখে নিয়ে গায় বর্ষণ । 
আজ ভিজতে শুধু চাইছে 
এই তন মন ।

No comments:

Post a Comment