Monday, June 28, 2021

বর্ষায় ছেলেবেলা - সিঞ্চন কুমার [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

বর্ষায় ছেলেবেলা
- সিঞ্চন কুমার

বড় হয়ে মনে পড়ে
তেমন বড় হইনি আজও।
ছোটবেলার স্মৃতি কেমন
ঘুরছে ফিরছে দেখো।

ছেলেবেলার বর্ষা হৃদয়
ছিল উথাল পাথাল।
ভিজতে ভারী লাগতো ভালো
ফিরতো গরুর পাল।

মাঠের ঘাসে সিক্ত নেশা
মনের খাঁজে রস।
ব্যাঙের ডাকে সন্ধ্যে আর
চাঁদে নামতো ধ্বস।

শনশনিয়ে বইতো বাতাস
ঝিরঝিরিয়ে বৃষ্টি।
মনের মধ্যে গুনগুনিয়ে
কত গানের সৃষ্টি।

জল থইথই পুকুর নালা
কিংবা ডোবাখানা।
জলের পরশ পেয়ে কেমন
হাসতো কচুরিপানা।

No comments:

Post a Comment