Monday, June 28, 2021

ছোটবেলার বর্ষা - তপনকান্তি মুখার্জি [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

ছোটবেলার বর্ষা
- তপনকান্তি মুখার্জি

ছোটবেলার বর্ষা মানে 
জলথইথই প্রান্তর , 
কাগজ - নৌকো ভাসছে জলে 
ছুটছে বেগে তরতর । 
চারদিকেতে ছুটির আমেজ 
বেগুনি মুড়ির সকাল , 
টোকামাথায় রতনকাকু 
হাতেনিয়ে মাছধরা জাল । 
দুপুরে খিচুড়ি ইলিশ 
ঠাকুমার গল্প ভূতের , 
ভাইবোন জড়িয়ে শুয়ে 
সারাদিনই ভয়ের জের । 
ভরভর নদীর কিনার 
নদী যেন ময়াল সাপ , 
ফোঁস ফোঁস ফুঁসছে জল 
সকলেই আছে সজাগ । 
চারপাশ জলথইথই 
চাষীরা সবাই মাঠে , 
এ সবই অতীত স্মৃতি 
জমা আছে মনের বাটে । 

No comments:

Post a Comment