Monday, June 28, 2021

অতীত বর্ষা - বদরুদ্দোজা শেখু [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

অতীত বর্ষা

- বদরুদ্দোজা শেখু


বর্ষা এলে পুকুর - জলে উপচে নালাখাল
সেই নালাতে মাছ ধরতাম ছেঁকে চাভিজাল,
টাপুরটুপুর সারা দিনরাত , মাছের ঝোলভাত 
খেয়ে সবাই ঘুমিয়ে যেতাম বেঘোর সারারাত,
সকাল দুপুর পোঁটলা নিয়ে মাথাল মাথায় দিয়ে
মাতাল হাওয়ায় যেতাম মাঠে দু'বার খাবার নিয়ে,
ঝাপসা ধূসর আইলে ব'সে খেতাম খুশীর ভাত বাপ-ব্যাটাতে হাপুসহুপুস, তার সে মৌতাত
সারা জীবনে আর পেলাম না, গেলাম কই আর মাঠে  ?
আমগাছির বটতলাতে বাদল ছাটে ছাটে
ভিজে হতাম বেজায় খুশী, মায়ের বকাঝকা
খেতাম খুবই বাড়ি ফিরে, সেটাই ছিলো মৌকা
পুকুরে ফের ডুবে আসার, কাপড় কাচার ফাঁকে
ডাহুক ছানার সাঁতার দেখে ধরতে যেতাম তাকে ।
সন্ধ্যা বেলায় হাঁস ফিরে নি, দিদির সাথে তাই
খুঁজতে যেতাম পুকুর ঘাটে--"আয় তি-তি-তি,আয় !"
ডাকাডাকিতে আসতো তারা সোঁ সোঁ সাঁতরে ঘরে
মহানন্দে ভেসে গেছিল ভেজার অবসরে !
বৃষ্টি ছুঁতাম ছাটেই ব'সে মাটির বারান্দায়---
সে সব এখন মধুর অতীত স্মৃতির বেদনায় ।

No comments:

Post a Comment