Monday, June 28, 2021

বৃষ্টির সেই দিনগুলো - পরাগ ভট্টাচার্য্য [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

বৃষ্টির সেই দিনগুলো
- পরাগ ভট্টাচার্য্য

বৃষ্টি যখন শুরু হত
ভেজা বাতাসে গাছের পাতাগুলো কথা বলতো
চাতক পাখিরা আকাশ জুড়ে
সবাই বলতো, ওরা নাকি বৃষ্টির জল খেতো
পুকুর, ঝিলের পাড় ছাপিয়ে ভাসিয়ে দিত,
কতো উইপোকা উড়ে বেড়াতে লাগতো
শালিক পাখি মুখে নিয়ে উড়ে যেতো, ওদের খাবার!
টগর ফুলের গাছে ঝেঁপে ফুল আসতো
হাস্নুহানা ফুলের গন্ধে মম করতো চারিদিক
কেউ বলতো ওই গন্ধে সাপ আসে, খুব ভয় লাগতো!

পিচঢালা রাস্তার শিরদাঁড়াটা
কুমিরের পিঠের মতো জেগে থাকত
দুপাশের নালা দিয়ে বয়ে যেত  জল
কি ভীষণ স্রোত! পশ্চিম থেকে পূবদিকে 
ভেসে যেত, কচুরিপানা, ঘাস আরও কিসব
জল থৈ থৈ  করত আমাদের বাগানটা
কাগজের নৌকা গড়ে ভাসিয়ে দিতাম
মাঝে মাঝে স্কুলও ছুটি হয়ে যেত
ভিজে একসা হয়ে বাড়ি ফিরতাম কাঁপতে কাঁপতে
দুপুরে খিচুড়ি আর বেগুন ভাজা, সঙ্গে মুক্ত ছিল বকাঝকা।

No comments:

Post a Comment