Monday, June 28, 2021

বর্ষা রাণী - ইলা চক্রবর্তী [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

বর্ষা রাণী

- ইলা চক্রবর্তী


কতো কিছুই না লুকিয়ে থাকে স্মৃতির ভাঁজে ভাঁজে।
বৃষ্টি ভেজা ছোট্ট বেলা, মনে পড়ে আমার মাঝে মাঝে।
গুড়ুম গুড়ুম মেঘের ডাকে, যেই না ভয় পাই!
অমনি আমি এক ছুটেতে মায়ের আঁচল তলে যাই।
একটু পরে অঝোর ধারায় আকাশ যেনো কাঁদে।
ভয় ভাঙিয়ে এক ছুটেতে খেলছি খেলা বর্ষা রানীর সাথে।
ছপ ছপ ছপ ছলাৎ করে পড়ছি জলে ঝপাৎ করে।
কাগজের নৌকা ভাসাই খেলছি খেলা আমরা সবাই
ছোট্ট নদী বান ডেকেছে বর্ষা রাণী গান বেঁধেছে।

কতো রঙের ফুলের বাহার বেল জুঁই আর কদম পাহাড়।
এমন দিনে খুশির দোলায় দুলেছি কতো দোলন দোলায়।
এমন কতো স্মৃতির মালা আছে আমার হৃদয়ে গাঁথা।
এখন শুধুই একলা মনের সাক্ষী হয়ে নীরব ব্যাথা।

No comments:

Post a Comment