Monday, June 28, 2021

ছোট্টবেলার বর্ষাকালের স্মৃতি - আভা সরকার মন্ডল [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

ছোট্টবেলার বর্ষাকালের স্মৃতি
- আভা সরকার মন্ডল

মনটা যখন খুব খারাপ হয়, ভেবে
কোথায় গেলো রঙিন ছেলেবেলা 
গড়িয়ে বিকেল সন্ধ্যে হলেই তবে
শেষ হতো যে সারাদিনের  খেলা ।।

কি সুখ ছিল দুপুর রোদের  তাপে
কিংবা ঝড়ে আম কুড়ানোর নেশায়
সেসব কথা মনে হলেই দু'চোখ--
হাসির ঠোঁটে নোনা জলও মেশায় ।।

ছোট্টবেলার বর্ষাকালের স্মৃতি
 চুপটি করে মনের কোণে  ভাসে
প্রবল তাপে পোড়ে যখন বেলা
সে যে মাথায় হাত বুলাতে আসে ।।

প্রথম ফোটা কদম ছোঁয়ায় লোভে
সদ্য সদ্য পথ হারানোর গল্প
বর্ষা মনে করায় চুপি চুপি
গোপন কথা সবই অল্প অল্প।।

আজও যখন মেঘ বাদলের ডাকে
বৃষ্টি নামে ক'রে তাড়াহুড়ো
ফুরফুরে মন জানালা খুলে দ্যাখে
বুকের মাঝে ছেলেবেলা পুরো ।।

No comments:

Post a Comment