Monday, June 28, 2021

ফিরে পেতে ইচ্ছে করে - বরুণ চন্দ্র পাল [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

ফিরে পেতে ইচ্ছে করে
- বরুণ চন্দ্র পাল

আকাশ ফুটো হলে নাজানি
এমন ধারায় ঝরে  । 
বৃষ্টিমুখর বাদল বেলায়
মন বসেনা ঘরে  । 
ছেড়েছিঁড়ে যতো বাঁধন
উঠোন উদ্দাম নাচ  । 
খালের ধারে ছিপটি ফেলে
মিথ্যেই ধরা মাছ  । 
থোড়াই কেয়ার সর্দিজ্বর
বাড়ির লোকের মানা  । 
বর্ষণভোগ দুরন্তোচ্ছ্বাস
শেষ দহন সীমানা  । 
পড়শিসঙ্গ কাগুজে নৌকো
ভাসাই স্রোতজলে  । 
স্বপ্নঘর হঠাৎ ভাঙলে তোড়ে
কান্না নামতো ঢলে  । 
কেনযে মানুষ হয় ধেড়ে আরও আরও
নাথাকে এক চিরকাল  । 
কোন্ সাধনায় পাবো ফিরে ওরে
হারানো সেই শৈশবকাল  । 

No comments:

Post a Comment