Monday, June 28, 2021

ছোটবেলার বর্ষা - বিকাশ গুঁই [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

ছোটবেলার বর্ষা
- বিকাশ গুঁই

কাকভেজা হয়ে স্কুল থেকে এসে
নাকে মুখে গুঁজে সোজা মাঠে।
ইতিমধ্যে, শিবু, সোনা, ফোতো এসে হাজির।
বৃষ্টিতে বাঁশের গোলপোস্ট হেলে গেছে।
সোজা করে ধরে গোড়ায় তিনটে 
লাথি দিতেই পোস্ট খাড়া। সবাই এসে গেছে।

ফুটটেনিস খেলা শুরু।
বল ধরার চেয়ে ছাড়তে হচ্ছে বেশি।
স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে। ধরতে গিয়ে চিৎপটাং। একজন পড়লেই ঘাড়ে ঘাড়ে
আরও দু'তিনজন। তারপর পাশ থেকে
 মুঠো মুঠো কাদা নিয়ে একে অপরের
 মাথায়, মুখে, বুকে, পিঠে
আচ্ছাসে মালিশ করে, উঠে-দাঁড়িয়ে
আবার শুরু....তখন কে কোন দলে চেনা
মুশকিল হয়ে যাচ্ছে...। অতএব খেলা শেষ।
শুরু হল আর এক খেলা...ঝপাঝপ 
পুকুরে শৈশব-বৃষ্টি।

No comments:

Post a Comment