Monday, June 28, 2021

ছোটবেলার বর্ষাকাল - সুমালিকা ভট্টাচার্য্য [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

ছোটবেলার বর্ষাকাল
- সুমালিকা ভট্টাচার্য্য

বাড়ি  পার্বতী ত্রিপুরায়, খোয়াই নদীর পাশে, ছোটবেলার বর্ষাকাল মানে একরাশ মন ভালো করা অনুভূতি । সেখানে  বৃষ্টি একবার শুরু হলে চলতে থাকে , বেশ ক দিন ধরেই। জল ঢুকে যেত ঘরের ভিতর,  সাপ ব্যাঙ , পুকুরের মাছ আরো, কতো কি সঙ্গে নিয়ে! ঝড়ে বড় বড় আম কাঠাল জাম গাছ ঘরে ভেঙে পড়ার ভয়ে সারা রাত আতঙ্কে কাটতো। সকাল হলেই নদীর জল কতোটা বাড়লো দেখতে ছুটতো। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে অনুভূতিগুলো ও অন্য রূপ নেয় । বন্ধুদের সাথে ছাতা মাথায় দিয়ে স্কুলে যাওয়া, তারপর ছুটির পর ছাতা বন্ধ করে ভিজতে ভিজতে বাড়ি ফেরা, খিচুড়ি ইলিশ মাছ, সঙ্গে বর্ষার গান , মা ঠাকুমার বকুনি উপেক্ষা করে বৃষ্টি ভেজা, গাছ ভেঙে পড়লে, আম জাম কুড়াতে যাওয়া, । গাছ ভেঙে পড়ার দুঃখে মন খারাপ করে কান্নাকাটি করা। ছোটবেলার বর্ষাকালের স্মৃতি পুঁজি হয়ে রয়ে গেছে মনে।এখন বর্ষাকালে মহানগরীর এক আবাসনের উচুঁ তলার জানলায় বসে বৃষ্টি পড়া দেখতে দেখতে মন বারবার স্মৃতির পাতা উল্টে পৌঁছে যায় সেই ছোটবেলায়!!

No comments:

Post a Comment