Monday, June 28, 2021

বর্ষার টুকরো-স্মৃতি - সুভাষ কর [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

বর্ষার টুকরো-স্মৃতি
- সুভাষ কর

ছোটবেলায় বৃষ্টি ভিজে স্কুলে যাবার মজাই ছিল আলাদা। বইখাতাকে সাধ্যিমত বাঁচিয়ে নিজে অনেকটা ভিজতে পারলে টীচারদের খুব সহানুভূতি, এবং ফলস্বরূপ ছুটি পাওয়া যেত। বলতে দ্বিধা নেই, ইচ্ছে করে ঐ অপরাধটুকু অনেকবারই করেছি। অবশ্যি এটা বিচ্ছিন্নভাবে এলাকাভিত্তিক বৃষ্টির ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। স্কুল-আউয়ারে শহর জুড়ে মুষলধারে বৃষ্টি মানেই সবার জন্যে 'রেনি ডে'- অর্থাৎ মুফতে গণছুটি। বাড়ীতে সব ভাইবোন মিলে খুব উপভোগ করতাম। বাবার নেপথ্য মদতে মায়ের কাছে সম্মিলিত দাবী উঠত- "আজ খিচুড়ী চাই"। সকলের চাপের কাছে মা নতি স্বীকারে বাধ্য হতেন। সেদিন আবার বন্ধুদের কেউ কেউ অতি উৎসাহে স্কুলেও পৌঁছে যেত- সাময়িক পুকুর বনে' যাওয়া মাঠে দাপাদাপির ধান্দায়। পরদিন সেই গল্প শুনে বাঁধনহীন মজায় বঞ্চনার দুঃখও উথলে উঠত।

একবার দিনরাতের একটানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে ভীষণ বন্যা হয়েছিল। বাবা আমাদের সবাইকে নিয়ে পাড়ার একটা জ্যেঠুর উঁচু বাড়ীতে উঠে গিয়েছিলেন। দু'দিন পর আমরা বাড়ীতে ফিরে এলেও আমাদের প্রিয় পোষা কুকুর 'রয়েল'-টা চিরতরে কোথায় যেন হারিয়ে গেছল!

No comments:

Post a Comment