Monday, June 28, 2021

পরাজিত বর্ষা - শিশির দাশগুপ্ত [ইভেন্ট - ছোটবেলার বর্ষা]

পরাজিত বর্ষা

- শিশির দাশগুপ্ত


হিংস্র অরণ্য থেকে বেরিয়ে আসা নখ
খুবলে নিতে চাইলো শিশুর হৃৎপিণ্ড 
উস্কোখুস্কো চুল ছুঁলো মেঘ
হাত ফস্কে উড়ে গেলো সমস্ত বেলুন
মুহূর্তে রঙীন উধাও মেঘের আকাশে

বর্ষা পেখম মেলেছে শিশু বেলুনবিক্রেতার চোখের উপর ; বেদম হাওয়ার চাবুকও তার সাথী 
উপোসী শরীরে শুধু হাহাকার, যন্ত্রণা
বেলুনখেকো আকাশের প্রতি ভর্ৎসনা 

শিশু নিধিরাম, গরীব নিধিরাম, দু;খী নিধিরাম তখন ঘরমুখো 
বদলের ধরাধামে---
এখন সমুদ্রতট হাসিমুখ, নান্দনিক
এখন নিধিরাম অশ্রুহীন, সর্বভুক 

পৃথিবী তার শিতল আবাস, যুদ্ধ-ময়দান
যুবক নিধিরাম স্বপ্নবিমুখ, এক মৃত্যযান
সব কান্না- অনাহার- যন্ত্রনার পাশবিক গোলা
শক্ত করেছে তার শরীর, হারিয়ে গেছে  শিশু বেলুনওয়ালা।

11 comments:

 1. লেখায় যেন একটা নেশা আছে। গোগ্রাশে গেলার মতো পড়ে গেলাম। শেষে শুধু মনে যাহ্ সত্যিই বেলুনওয়ালা হারিয়ে গেল

  ReplyDelete
 2. খুব ভালো কবিতা

  ReplyDelete
 3. লেখাটা খুব ভালোলাগল

  ReplyDelete
 4. Osadharon kobita...
  Khub bhalo laglo.

  ReplyDelete
 5. খুব ভাল।। অসংখ্য অপূর্ণতার একটি প্রকাশ। অসংখ্য পরিসমাপ্তির একটি বহিঃপ্রকাশ।

  ReplyDelete
 6. খুব ভালো লেগেছে

  ReplyDelete
 7. খুব ভালো লাগলো

  ReplyDelete
 8. খুব ভালো লাগল ।

  ReplyDelete
 9. এরকম কত বেলুনওয়ালা হারিয়ে যায় না পৃথিবী থেকে....অসাধারণ একটি কবিতা, আরো কবিতার জন্য অপেক্ষায় রইলাম

  ReplyDelete
 10. প্রকৃতি ঈশর নয়, প্রকৃতি কারো সাথেই বৈষম্য করে না। তবু কেন যে নিধিরামদের প্রতি প্রকৃতির দান কোন অদৃষ্যের ইসারায় অভিসাপ হয়ে ওঠে....

  ReplyDelete